গাজীপুরের রাজাবাড়ী ইউপি‘র জনগণকে সেবা দিতেই নির্বাচন করতে চাই ; বাচ্চু মিয়া 473 0
গাজীপুরের রাজাবাড়ী ইউপি‘র জনগণকে সেবা দিতেই নির্বাচন করতে চাই ; বাচ্চু মিয়া
টিটু সরকার,গাজীপুরঃ
রাজাবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে জনগণের দোয়া ও সমর্থন চেয়েছেন বাচ্চু মিয়া। বাচ্চু মিয়া গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়াবাড়ি গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে। তিন ভাই-বোনের মধ্যে তিনি সবার বড়। তিনি রাজাবাড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেছেন। নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে বাচ্চু মিয়া জানান, জনগণ তাদের মূল্যবান ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করলেও জনপ্রতিনিধিরা নির্বাচিত হওয়ার পর জনগণের কথা ভুলে যায়। রাস্তাঘাটের সংস্কার না করায় জনগণ চরম ভোগান্তিতে পড়ছে। তারা সঠিকভাবে বয়স্ক ভাতা, বিধবা ভাতা,মাতৃকালীন ভাতা,প্রতিবন্ধী ভাতা পাচ্ছে না, তাই অামি মেম্বার হয়ে জনগণের জন্য কাজ করতে নির্বাচনে অংশগ্রহণ করতেছি। জনগণের সেবা করার জন্য একটি মাধ্যমে প্রয়োজন,আর সেটি হলো জনপ্রতিনিধি হওয়া। জনগণের প্রত্যাশা শতভাগ পূরণ করতে যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন,তাই নিয়ে জনগণের পাশে থাকতে চান বাচ্চু মিয়া। করোনাকালীন সময়ে, ঈদের সময় তিনি তার অবস্থান থেকে জনগণের পাশে দাঁড়িয়েছেন। তিনি মনে করেন, তার কাজ করার ইচ্ছে অাছে, জনগণ অবশ্যই সে ইচ্ছার মূল্যায়ন করে নির্বাচনে তাকে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করবে।